ভুলে গিয়ে দৃষ্টিভ্রম-
চেতনার অন্দরমহলে দুঃখকে বাজি ধরে দেখছি তোমায়!
আমার চারপাশে নিয়তির অবলা চোখ,
অপ্রতিভ মনে জোড়ালো ভাঙ্গণ ধরিয়েছে নিষ্ঠুর সময়।
ক্লান্তির কথা মানে না ছেঁড়া কাগজ,
তবুও দিগ্বুদিক ছড়িয়ে ছিটিয়ে দিয়ে
যত্নে কুড়াই টুকরো টুকরো ভালোবাসা!
শুকনো পাতায় পদচিহ্ন ফেলে বিশ্বাসকে করে ফেলেছি মড়মড়ে!
ভালো থাকাটা উৎসব করে
আলোতে হেসে যায় অযত্নের সাথে কাঁধ মিলিয়ে!
আমি অনেক কথার মাঝে উহ্য রেখে দিয়ে আসি নিজেকে!
যেখানে ঐ উহ্য আমায় ফেলে এসেছি তোমার দ্বারেও
সে দ্বার খুলে দিলে আচমকা,
দেখলে অপেক্ষার মৃত্যু হয়নি আমার মৃত্যুর পরেও!