যে নদী তীরে বসো তুমি,
আমি তীরের ধারে ঘাসফুল হই
তুমি হাত ছোঁয়ালে শীতল পরশে-
প্রেম জলে মন ডুবলো অথৈ!
একদিন তুমি এলেনা তীরে-
আমি চেয়ে আছি আমার মন ঘিরে-
তুমি নেই ভাঙ্গছে কূল,
নদীর বুকে জল নামালো আকাশও
আমি বেঁচে আছি ভাঙ্গা আশায়,
কিন্তু তুমি এখন ওপারে বসো!