ও বোঝে না, আমি বুঝি-
ব্যথাগুলো ছিঁড়ে গল্পের পাতা-
ও মানে না,আমি মানি-
বৃষ্টির রঙে বদলে যায় ছাতা!
ও শোনে না, আমি শুনি
ঝরতে ঝরতে কত কথা কয় চোখের পানি!
ও ভাবে, আমি লেখি-
কবির বুকে চাষ হয় শুকনো কবিতাখানি!
ও জানে না, এতটা ভালোবেসে-
আমার মতো ও আমাকে ভুলে গ্যাছে!
ও জানে না,এতটা কাছে এসে-
আমার মতো ও আমাকে ভুলে গ্যাছে!