একটা নক্ষত্র খসে পড়ার আগে
মেঘের সমুদ্রে পানি' শুকিয়ে যাওয়া দ্যাখে!
বৃষ্টির মতো রক্ত ঝরিয়ে বলে,-'পানি লাগবে'?
নক্ষত্রের মিছিলে আকাশ জুড়ে রাজপথ আঁকা,
জোছনার রঙ শরীরে মেখে
জোনাকির দল সেথায় বিদ্রোহী গান গায়!
সূর্যের আলো পাল্টে গ্যাছে জেনে,
ওরা অন্ধকার পুঁজি কোরে
রাজপথের ধুলো-বাতাস খায়!
মাটির বুকের ঝাঁঝ সইতে না পেয়ে,
মিছিলে যোগ দেয় বজ্রপাতের আলো,
মুহুর্মুহু চমকে ওঠে পুরো আকাশ!
চাঁদমামার কাছে যার শৈশব ঘুমিয়ে ছিল স্বপ্নলোকে,
স্বপ্নেই সে রাজপথ আঁকে,
যেথায় শহীদের বুকে জ্বলন্ত শপথ' নির্মল অগ্নিস্নানে,
ধরা পড়ে আগামীর বিজয়ী দুটি চোখে-
কখনো লাল,সবুজ কিংবা নীল হয়ে
উজ্জ্বল নক্ষত্রের মিছিলে!