আমার এমন কিছু দুঃখ আছে
যা ভাঙ্গলে মনে হয় অবিভাজ্য
আবার এমন কিছু দুঃখ আছে
যা এত বড় শহর লুকোতে জানে না
যেমন আকাশের সুবিশাল রাজত্বে
লুকাতে জানে না মেঘ তার কালো সংসারের মায়া
দুর্ঘটনার শিরোনামে
আমার দুঃখ চাপা পড়ে পিষ্ট হয়,
তোমাদের হৃদয়ে তা বারবার টেলিকাস্ট হয় না,
অথচ দুঃখকে দুঃখের স্থানে জায়গা পেতে
অতীতকে সিরিয়াল দিয়ে রাখতে হয়।
আবহাওয়ার সাময়িক পরিবর্তনের মতো
আমার তেমন কোনো দুঃখ নেই।
যেখানে জলবায়ুকে দীর্ঘস্থায়ী মনে করা সুখে
অসুখী ঋতুরা আত্মগোপন করে থাকে!
তাই আমার তেমন কোনো দুঃখ নেই,
যে দুঃখের ছায়ায় আগামীর হন্তদন্ত পথিক
দু-দন্ড বসে জিরোতে পারে না,!
পারে না ঘামের সাথে ফুলের সুগন্ধে টিকে থাকতে,
বেঁচে থাকতে!