বলি কি আছে এত অভিমানে?
জোড়া নদীর তীর অবেলায় ভাঙ্গে!
কি হবে অসুখে,যদি না মেলে পথ্য-
বিদায়কালে সন্ধি জমাতো আছে যত বিরক্ত!
নীল চাঁদের ওপর ময়ূরের নখের আচড়-
ধারালো চোখে অস্তিত্বের নিশানা ভোলে জীবন পথ!
অন্যমনস্ক মস্তিষ্ক-মগজের শিরায় অশ্রু শোনায় অভিমত!
তান্ডব চালায় বদ্ধ অনুভূতি-
মৃত নিউরনের দরজায় খিল-
প্রাণহীন উচ্ছলতায় কাশফুলে-
জমাট মেঘের আর্তনাদের মিছিল!
দেখি না পাহাড়ি ঝরণা,
তরুতে রক্ত ছোঁয়ায় আঁধারের জলকণা!
কল্পনায় গড়িয়ে আসা নিনাদ জলে অতৃপ্ততায় কাতর ব্যাথা বোনা!
বলি সব তো আর একেএকে পারি না রাখতে আগলে-
মুছে দিয়ে দিব্যি কাঁদি, লোক দেখানোই ভাবলে!
কিছুই যায়-আসে না আমার, তাতে বাড়েনা এতটা দুঃখ-
একলা একা নীরব নদীর চর আমার,
জেগে জেগে হয়ে যাবে বিলুপ্ত!