শান্তি শান্ত থাকেনা, যুদ্ধ' যুদ্ধে যায়না,
মাঘের শেষে চাঁদ বনে যায় ক্ষুরধার অস্ত্র।
কতল দিন-রাত চায় রক্তের সমান ভাগ!
পৃথিবীর সমুদয় জলে মেশে,
ফুটতে থাকা আগ্নেয়গিরির উদগীরণ!
নক্ষত্র'রা খসে পড়ে মানচিত্রের বুকে।
গড়ে ওঠে নীল প্রকৃতির আধুনিকায়ন।
কতকাল ধরে নীড়হারা মানুষ চাইল পাখি হতে,
অথচ মুক্তি আর মুক্ত হয়না,
যন্ত্র আর মন্ত্র শেখায় না!