বুঝতে বাকি নেই-
অসময়ে বৃষ্টি এসে ধুঁয়ে নিয়ে গেছে সব-
বিন্দুমাত্র কমেনি বৃষ্টি ঝরার মাত্রা,
যতটা বেড়েছিল হৃদয়ের আকুতি!
এমনি এক শ্রাবণ দিনে বৃষ্টি হয়েছিলো ভীষণ-
কিছু বৃষ্টি না দেখেও, বুক ভিজিয়েছিলো
অনেকক্ষণ!