তোমার সংসারের বয়স যত বাড়ে,
সাজিয়ে রাখা গহণা থেকে তত মুখ ফিরিয়ে চলো।
কপাল হতে দূরে সরে যাওয়ার ভয়ে,
সিঁথিতে কখনো টিকলি পড়োনি।
তুমি বুঝে যাও,
আয়নায় পুরোনো তোমারে মানায়না চকচকে গলার হার!
যত্নের অভাবে সমস্ত গহণা তুলে রাখো স্মৃতির সিন্দুকে।

কেবল নাকফুলটা তোমার নিঃশ্বাস চিনে থাকে!
কব্জিতে যুদ্ধবিধ্বস্ত সংসারের গোলক চুড়ি,
ভাঙা-গড়ার খেলায় ভুলেও গেছে বেজে ওঠার শব্দ!

তোমার গহণা সাজানোই থাকে,
তুমি সাজতে পারো, কিন্ত সাজো না
তুমি ভুলতে পারো, কিন্ত ভুলো না!