কসম ভুল করে আমার কপালে তিন সত্যির অভিশাপ রেখে গেলো!
বাসি হৃদয়ে নিরাপদ আশ্রয়ে লুকালো তাজা অভিযোগ-!
সিদ্ধান্তের কাঠগড়ায় 'বিচ্ছেদ' অপরাধী,
অথচ ব্যকুল হয়ে ছাড় পেতে চায় অপেক্ষা!
আষ্টেপৃষ্টে ধরে শুন্যতা, বালিশ চেপে মারা যায় স্বপ্ন"!,
নেতিয়ে পড়া অভিমান ইচ্ছের জানাজায় অংশ নেয়"!
অনুর্বর মস্তিষ্কে অবাধ্য চিন্তার চিকন সুতো গাঁথে সুখের একশো ব্রত!
তারপরও মাফ পায় না দুঃখ,কিংকর্তব্যবিমুঢ় নির্বাসিত মুখ!
হস্তক্ষেপ করে না মন,সুতীব্র চিৎকার থেমে যায় ঠোঁটে!
আঁধার নিজের নামে কলঙ্ক মাখে গায়ে
ঘুমের দামে কেনা ব্যপ্তিহীন রাতে!
কোন পাখির বাসাতে আঁকড়ে বাঁচে স্পর্শহীন খড়কুটো?
রংতুলি দিয়ে একে দিয়ে গেলো যে শোকের উৎসব!
খোলা আকাশে জ্বলে উঠলে তারা, শুনে যেও এক মৃত পাখির কলরব!