থামো উদায়স্ত সূর্য'; থামো সময়!
মৃত্যু সুখের মাতৃভূমিতে রক্ত বীজ!
জন্মেছে বীর- যুদ্ধ ক্ষুধায় পুষ্ট!

শত্রুর জিহ্বায় কাইড়া নিছে ভাতের স্বাদ,
গলার ভেতর মাছের কাটায় আঁটছে ফাঁদ!
ভাষার ঠোঁট খুবলে চেঁচায় পুরোনো শকুন,
ধারালো নখের পুঁজে জমে জম কালো খুন!

সুর্যের আলোয় চারিদিকে অন্ধকার, অন্ধকার!
আমার কবরের পাশ দিয়ে বয়ে চলে,
পৃথিবীর সত্তর ভাগ জল!
হুশিয়ার, হুশিয়ার!!
উন্মাদ ঘণ মেঘ' ঝরে পড়ো।
তোলপাড় বুকে নির্মম মহাকাল আছে জেগে!

স্বদেশ কিংবা মৃত্যু-
আমার স্বদেশ!
আমার জন্ম- আমার মৃত্যু,!