হঠাৎ হৃদয় আঙিনায় একটি ঝরা পাতা পড়লো,
তুলে নিতে গেলাম-
পাতায় দাগটানা বৃষ্টির আলাপনে
আমারি মুছে যাওয়া নাম!
ভীষণ মনে পড়ে মন হারানোর কথা,
বাতাসের নদীতে-
মৃত অনুভূতির জোয়ার তুলে যায় দীর্ঘশ্বাস!
কখনো খুব গভীর হয়না রাত,
যতটা গভীর অন্ধকারের ভেতর আমার বসবাস!
প্রত্যহ শেষ রাতে এসে খুঁজি, অন্ধকারের শেষ কোথায়?
প্রভাত হলেও সয় না চোখ,কেঁদে ওঠে আবার আলোর ব্যথায়!
কিছুক্ষণ কষ্টের ছাপ তুলে মন ভালোর আশায়,
মনের ভেতর তাকিয়ে আছি!
মন বলে অসহ্য চোখ সরিয়ে নাও,
মনমরা হয়ে ভালোই বাঁচি!