বিদায় নয়, চলে যাওয়াটা ভীষণ নির্দয়-
ফেলে আসা চোখে ফিঁকে হয়ে আসে গোধূলি
রক্তিম সন্ধ্যার বুকে মরে যায় অবহেলিত রাত!

চলে যাওয়ার অভাব যোগে বাড়ে, গুণে বাড়ে
ভাগে আর কি কমে,
বিয়োগ ব্যথায় অন্তঃসারশুন্য নীল ছোবলের দাগ?