মাটি আঁকড়ে ধরো 'ঘাস'
পেয়েছে শিশির,ঝরের পূর্বাভাস!
ছিল যার এক বিন্দু উজ্জ্বলতা
মাটিতে পৌছোয় যে আকাশের গোপন কথা!
পাতার শিরায় বৃষ্টির প্রেম ভিজিয়ে,
শুকনো বাতাসে অপেক্ষাকে জিড়িয়ে,
পলক ফেলতে হঠাৎ পড়ল ঝরে,
ধুলোয় মিশে যায় শোকের আদরে
খুব আপন ঐ মাটির বুকে
আয়ুষ্কাল জুড়ে কাঁদেও ভীষণ সুখে।
মাটি আঁকড়ে ধরো 'ঘাস'
পেয়েছে শিশির,
জন্মেই শেষ নিঃশ্বাস!