খুঁজে পাইনি কিছুই তাই চক্ষু মেলি না আর-
মিলিলে যদি হৃদয় নিভিয়ে ঘুমো তুমি আবার।
এইতো এলে বলে-চলে গেলে, রাত্রি পোড়ালে!
বিরহী গানে একলা কন্ঠে সুরেরা মরলো অকালে!
থাকলাম তোমার সংকোচে, রাখলাম না বহুদূর-
রক্তস্রোতে নাম মিশিয়ে চাইলে উত্তাল সমুদ্দুর!
কি করে দেবো তা-জেনেও তুমি বুঝলেনা,
ভীষণ আক্ষেপে দৃষ্টিসুখেরও হয়নি বনিবনা!
জোছনা হারালে অবাক ফাগুনে,দিব্যি রটালে বিষাদ
নিষ্প্রাণ হাসির আড়ালে কষ্ট জড়ালো রিক্ত দু'হাত!
শুকনো মনে ভেজা স্মৃতিরা উপচে পড়লো ভীড়ে-
দিবালোকে একে একে সঙ্গোপনে ইচ্ছে মেটালাম বুক চিঁড়ে!