কি যেন ভেবেছিলাম, কি যেন স্বপ্ন ছিল?
দীর্ঘ ছায়া পথ-এ পথ আমার একার হাঁটার কথা ছিল!
আশেপাশের গ্রহ ছুটে ছুটে বলে বেড়ায়-
পৃথিবী পুড়ছে নক্ষত্রের নীল আগুনে,!
পৃথিবীর পোড়ার শব্দ আমার কানে বাজছে,
শুনলাম, 'মানুষের হৃদয় মত্ত চুক্তিবদ্ধ ভাঙ্গনে!

এভাবে একাকি শ্মশানে আমার শবদাহ ফেরি করা চোখ নিয়ে আমি দেখি-
'কষ্ট' হয়তো ধৈর্য্যের বুক চিঁড়ে বেরিয়ে আসা আগুনের লেলিহান শিখা!