এইতো কিছুদিন আগে আকাশের দিকে তাকাতেই দেখি,
এক চিলতে হাসির বিভৎসতার পরিণাম দিয়ে এলো এক  টুকরো মেঘ!
যার কাছে বানোয়াট,সে অধীর আগ্রহে তখন মিথ্যে আকাশ দেখে।
স্বপ্ন ব্যাথার প্রবল চিৎকার শুনে গ্রহের সাঁঝবাতিও নিভতে থাকে!
বড্ড নিশ্চুপ পাখিগুলো মেঘের  সাথে  নিশুতি আঁধার কাননে ডাকে!

ষোলো আনা প্রেম ধুকে ধুকে বায়ুমন্ডলে দীর্ঘশ্বাসের গরম লাভায় পুড়ছে!
নিউরনে নিউরনে জোরালো আকর্ষণে অনুভূতি শূন্য নেই-,নেই-নেই!
বিকারগ্রস্থ শরীর হৃদয়ের চোরাবালিতে আটকে শেষ আঙ্গুলের মাথা তুলছেই!
হঠাৎ ক্ষোভের বিশাল চাপা হৃদয়ের খানা খন্দ ঢেকে দিল!
বিদীর্ণ আকাশ রংধনুর কাছে গাঢ় দুঃখ সব  কিনে নিলো!
সেই থেকে পরাজিত মন যেন  হুতাশে আলিঙ্গন করে ছুটছে দিকবিদিক!
দড়ি ছিঁড়ে যে ছুটতে পারে তাকে আর কি বা দেখাবে আলোর ঝিলিক?