এইতো আমাকেও খেয়ালী অন্ধকার খুঁজে পেলো,
অঙ্গে ভীষণ কামনার জ্বালা!
ভুল-বাসনা নয়, সব নিশ্চিহ্ন বিদায়ী বিশ্বাসের প্রতিফল!
ভুলের মাশুল সৃষ্টি করে চূর্ণ হিয়ার ব্যাথা কমে!
খেয়া নৌকার দল হোঁচট খেয়ে চিরস্থায়ী নোঙর বসায় বুকে!
এভাবেই ভোর হয়-কিন্তু মেপে মেপে আলো দেয় সূর্য!
মনে হয় আয়ুর এক তৃতীয়াংশ দীর্ঘশ্বাস খেয়ে ফেলছে সহজেই!
ঋতুগুলো থমকে দাঁড়ায় নষ্ট ঘড়ির সময় অপচয় দেখে!
আমি এসবের মধ্যে নেই বলে,অন্য পৃথিবীর হতে চাই-
ক্ষণকালের এই আবদ্ধ সময়ে আটকে হচ্ছি ছাই!
মানুষগুলো এতদিনে টুকরো চিত্র আঁকতে রং-তুলির আঁচড় বসায়-
এমন অসময়ে পুরোটা আঁকে দ্যাখি,সমাধিস্থলে রেখে চলে যায়!