গুটিগুটি পায়ে হাঁটছি,
এক লাফে ছাপ রেখে গেলো মিথ্যে!
অদূরে ভবিষ্যত মুখোশ পড়ে
পায় না আর স্বপ্নকে চিনতে!
অন্তিমে এসে ঘেমে যায় সূর্যের রোদ ছোঁয়া নীলিমা-
বৃষ্টির প্রলোভন দৃষ্টিতে আটকে খুঁজছি সুখ!
লক্ষ্যহীন দূরবিন চোখে গাঢ় অন্ধকার,
ভাঙ্গা-চোরা ইচ্ছেরা বুক ভরাট করে জীবনটা দেখুক!
অসুখে দাগ কাটা হৃদয়,অসহায়!
রেখাহীন গন্তব্যে লুকোনো খানা খন্দ ঠিক কোথায়?
দুঃসময়ে অপারগতা,কি-বা আঁকছি অযথা?
থাকে কি সবই,গল্পে মধুর হাসি আসে কান্নার রচনায়!