শ্রান্ত পথিক ;মগজ-অস্থিতে কাগজের চাপ-
বিচ্ছিন্ন সাম্যতার চোখে কবিতার ফাঁসি!
কলমের খুনে পৃষ্ঠাভরা কালি পায় অভিশাপ!
এক চোখে সাতার কাঁটে নেপথ্য পথ-
দুর্নিবার দুর্নীতির নিষ্কৃতি দেখে আরেক চোখ-
নিরুপায় পথিক দুচোখ বুকে বসিয়ে হৃদয়ে তোলে শোক!
এই পথিকরা নীল গ্রহের মূর্ত প্রাণী,
মানুষগুলোকে দেখে এরা-
কাগজের খেলায় হারে জিতে-
মানুষগুলোর কাছে এরা অমানুষ,
বেকারত্বের ঋণ ঘুঁচে কাগজের নীতিতে!