আমার হয়ে কাঁদো কবিতা-
এ হৃদয়ে কষ্ট পড়ার পাঠক নেই!
অনন্তে অন্তর্গত তৃষ্ণার বিচ্ছেদে,
না হয় একলা আমি স্বভাব দুঃখে যাব লেখি;
গাঢ় রক্তের কালিতে ছোঁবো বেদনার সিঁথি।
ঋদ্ধ অনুশোচনার প্রতি রেখে বিশ্বাস।
চেনা দরজার সামনে দাঁড়িয়ে-
চির অচেনা দুটো হাত পেতেছি ভিক্ষুকের বেশে!
সজনে ফুলের মোহে
শিশিরের ধুপ ছোঁয়া ভ্রমে-
ক্ষণিকে যাই উবে-
ক্ষণিকে জড়াই নিষ্প্রাণ বাতাসে-!
আমার হয়ে জাগো কবিতা-
শোক যাপনে প্রতিষ্ঠিত জীবনের অপূর্ণতায়!
হারতে থাকা এ বিজয়ের এইত আনন্দ।
কখনো নতমুখে চেয়েছি শালিকের দৃষ্টিতে-
ইচ্ছেমতো কল্পনা চিঁরে
বেদনার মুখে তুলে দিয়েছি নষ্ট সুখ!
আমার হয়ে ভাবো কবিতা-
নোনাজলে ভেসে সাগরের কাছে
শোধ দেব পাথরের ক্ষয়ে যাওয়া ঋণ!
তবু আমার হয়ে থাকো কবিতা,
আমার হয়েই কাঁদো!
- ১৬-১২-২৪
নারিন্দা,পুরাণ ঢাকা