যুদ্ধ চাও মানবিকতা?আমি যুদ্ধ বলছি-
ক্রন্দন ধ্বনি সমেত সমাহিত শোক উপহার দেব!
বুলেটের গতি কেমন জানো পরাধীন বুক?
ছিদ্র করে ছিঁড়ে ফেলছে মানবিকতার বন্ধন!
মনে হয়,
মানুষের চেয়ে অস্ত্রের স্বাধীনতা বেশি সজ্জিত!
মরে মানুষ, মারে মানুষ-
পৃথিবীর গর্ভে থাকা তিন ভাগ জল
একত্রে বিলীন হতে দেখেছি যে মায়ের চোখে,
তার শপথ-,
শেকল ছিঁড়ে ভেঙ্গে ফেলব মানুষ হত্যার বদ্ধ কারাগার!
সদ্য জন্মানো শিশুর চিৎকারের শপথ,
ধ্বংসস্তপের নিচে পাথরে ফিরিয়ে আনব জীবন্ত প্রতিধ্বনি!
ঝরের তান্ডবে নিভিয়ে ফেলব সভ্যতার পৈশাচিক আগুন!
হে মহাকাল, আমার হৃদয়ে মৃত্যুর শোক উদযাপন করো-
স্বাধীনতার জ্বলন্ত উনুনে আমার খাঁটি রক্ত পুড়িয়ে ছড়িয়ে দাও মানবিকতার সুগন্ধ!
হত্যাযজ্ঞ কেনো বর্বর জনপদ- যুদ্ধ চাও?
আমি যুদ্ধ বলছি,
নৃশংস এই দিনের আঁধারে আমি কেঁড়ে নেব সমস্ত মিথ্যে মানবিক চর্চা!-
আছড়ে পড়বো উল্কার মতো,
এই পৃথিবীর নষ্ট ভূমিতে ফলাবো শহীদের বীরত্বের ফসল!