আয়নায় সাজে অন্ধকার,
ধুলোর পড়নে-
নিজেরে দেখে মুছতে চায়
অচেনা 'নয়নে'!
ড্রয়ারে লুকোনো স্মৃতির দলিল,
স্বাক্ষরে নিব ভাঙ্গা কলমের নীল!
ঘরকুনো ব্যঙের ছাতায়,
জলের গান আশ্রয় পাতায়।
ঘোলাজল,ঘোলাজল,
ডুব দিয়ে ওঠে অভিনভ ছল!
শখের দামে শোকে কেনা-
ফুলঝুড়িতে মরা হাসনাহেনা!
গন্ধ বিলায়, গন্ধ বিলায়-
গর্তের কেঁচো নির্বাসনের দায়-
ঘোর চাপায়, দোর চাপায়!
মোমের আগুন জ্বলে পুরোনো চশমায়
কে নেভায়, আহত আশায়?
আবছা দেখায়, ঝাপসা দেখায়!
আবছা দেখায়, ঝাপসা দেখায়!