কোনো দিকে দিক নাই- দিশা নাই-
সু-স্বর ধ্বনিতে ভেসে আসে একটাই দিক।
তীর ঘেঁষে মরা ঘাসফুলে লাগে দোল,
মখমল রোদের ঝলকানিতে হতবিহ্বল!
ফিসফিসিয়ে বলাবলি মাছেদের কানে,
মুয়াজ্জিনের গলার সুর বাজিতেছে প্রাণে।

জোনাকির জ্যোতি নেই, অধরা ঋতু ক্ষুদ্র,
ঢের কথা বলে না চাঁদ,তারা, সমুদ্র-
যায় জীবন উড়তে চায় ঐ চড়ুই'য়ের ঝাঁকে-,
খড় পোয়ালে সাজিয়ে যে ঘর মসজিদ জুড়ে থাকে,!

রব জানে, কি ভীষণ এক অসহায়,
জায়নামাজে করুণ কাতরতায়-
সাক্ষী রেখে,ফুল-পাখি, লতা-পাতা,
কা'বার গিলাফ ছুঁয়ে ঠেকিয়েছে মাথা!