কসাই ভেবেছিলো হৃদয়কে পাথর বানিয়ে ছুরি ধার দেবে!
কিন্তু আফসোস হৃদয় নরম,কেটে যায়,টুকরো হয়।
অসংখ্য মানুষ কিনতে আসে,হাতের নাগালে দাম-
মানুষেরা ঢেকুর তুলে বলছে,'স্বাদ পেয়েছি'!
এভাবে হৃদয়ের দাম বাড়লো প্রগতিশীল যুগের তাগিদে!
কেউ কিনছে তো কেউ কিনছে না-
কসাইয়ের ছুরির ধার কমে যাচ্ছে,
আসলে হৃদয় যারা কিনতে আসে,
তারা কেউ স্বাদ পেয়ে আসেনা,ঢেকুর তুলতে আসে!