বন্ধু হবে পরিযায়ী পাখি?
পাহাড় ভেঙ্গে যদি সমতলে রাখি
মাটির ধ্বসে ধুলোর গুণে,
দূষণমুক্ত থাকব দুজনে-!
বন্ধু হবে প্রভুভূক কুকুর,?
কাঁদলে বিশ্বাস, বাজাবো করুণ সুর-
বিপদের গন্ধ শুঁকে
অন্ধ গলির মোড়ে-
সঙ্গী হবো একাকী সন্ধ্যা অলস ভোরে-,
যদি বন্ধু হও হুতুম পেঁচা,
কালো রাত জুড়ে সারাবো আলোর ব্যথা-,
ভয়ার্ত চোখের সাহসীকতায়-
ডানা মেলে ঝরাবো শোক
নীল ঝরা পাতায়!
বন্ধু হয়ে আছে নত মুখ,
নীল শীতের ব্যথা,অজানা অসুখ,
বিভৎস তবু অভ্রনীল শরীরে,
মুক্তি পাওয়া সদ্য বেদনার ভীড়ে,
মৃত্যুর নিলামে যখন দিবে ডাক
তুমি বন্ধুর মতো দেখতে এসো আমায়
শোকের দিনের বিষণ্ণ কাক।