থামো উদায়স্ত সূর্য', থামো সময়!
মৃত্যু সুখের মাতৃভূমিতে রক্ত বীজ,
জন্মেছে বীর, যুদ্ধ ক্ষুধায় পুষ্ট!
মাতৃভাষা বাংলা চাই' গগনবিদারী চিৎকারে,
থরথর কাঁপছে স্বপ্ন- স্নেহের মাটি।
বুকের ভেতর বুলেট ঢুকে দেখে,
চেতনায় জ্বলছে বিদ্রোহী আগুন!
থামো শতাব্দি, থামো মহাকাল,
রাজপথে রক্তে ভাসছে মায়ের মুখ!
যেন বাংলা বর্ণে মাখা উজ্জ্বল এক ছবি।
ওরা সেই মুখের ভাষা কাঁইড়া নিতে চায়!
লাশের মিছিল আজ ছত্রভঙ!
ভাষার ঠোঁট খুবলে কোথায় পালাবে পুরোনো শকুন?
থামো মেঘ, ঝরাও বৃষ্টি,
পারদ পৃষ্ঠায় লেখা এ ইতিহাসে!
এই ফাগুনে আগুন ঝরা নিঃশ্বাসে
'মাতৃভাষা বাংলা চাই'
বুকে ছাপিয়েছি বীরের বেশে!