যেখানে বাঁচতেছি বলে ধরে নেই
সেখানেই জীবনের জায়গা হয়না!
স্রোতকে কিভাবে বুঝাবো সমুদ্র ভাগ হওয়ার গল্প?
জলের পা'য়ে আর কি দিয়ে ভেজাবো অশ্রু-সুখ?
পাথরের নিচে সৌখিন ঘাস জন্মায়নি মাটির স্পর্ধায়-
কোথাও জায়গা নেই-,
বিষের নীলে ছড়িয়েছে ছয় ঋতুর বাতাস!
তবে আমি কোন স্পর্ধায়
জীবনের জায়গা খুঁজতে এলাম পৃথবীতে?
জায়গা নেই, সব দখল- দখলদারের ভাগে সব।
'জীবন' জন্ম থেকেই কাফনে মোড়ানো-
তবুও কবরে শোয়ানোর আগে
তারে বারবার মায়া নিয়ে খুলে দেখি!