ডাকাত পড়েছে লাশ ঘরে
শোষণের ভারে কঠিন কঙ্কালের হাড় খুলে
বানাই ছুঁড়ি,
পায়ের তলায় খুঁচিয়ে ভাঙি মাটির বরফ!
নীল শ্যাওলার বিদগ্ধ গ্রাসে
দেয়ালে ঝুলে পুড়ে বিভৎস দিনের ক্যালেন্ডার!
আচমকা পাতা ওল্টানোর শব্দে
পলক ফেলে খুঁজি মৃত চোখের নালিশ!
ডাকাত পড়েছে আজ আত্ন অহমের নৈরাজ্যে,
কেঁড়ে নিল বৈষম্য দুর্দিনে মহোৎসবে
আঁধারের খোড়াক ভেবে অনতিদূরে!
ডাকাত পড়েছে আজ দুর্নিতির আতুড়ঘরে
লুটপাট কোরে বিধ্বংস মানবিক প্রাণ,
অধিকারের বুকে কান পেতে শুনি
সম্মুখ যুদ্ধে হাঁসফাঁস নিঃশ্বাসের দৃঢ় শপথ!