চলো স্মৃতি, একই ছায়ায় জিরিয়ে-
তোমার ঠোঁটে কিছু কথা বলি বিড়বিড়িয়ে!
চলো দুপুর, শেষ হয়ে যাই নির্জনে-
মনে মনে কাটাবো বেলা শেষ অব্ধি মরণে!
চলো বিশ্বাস, একটু এগোই-
শুকনো পুকুরে দেই এনে জল অথৈ!
চলো অপেক্ষা, বিবিধ স্মরণে-
বেদনাকে পুঁতে ফেলি হৃদয় খননে!
চলো,চলতে চলতে একসাথে থামি-
তোমার মতোই থেকো তুমি অভিমানী!