ব্যর্থতাকে বলেছি,'পরাজিত ব্যথাকে উপশম দিও,
সুখকে বন্দি করে দুঃখকে রেখো তার রক্ষার্থে'!
কতটা উদার তুমি ব্যর্থতা?দেখাও আমায়-
কতটা স্মরণীয় ভক্তি নিয়ে জন্মিয়েছো?
ভাঙ্গনের বিনিময়ে দিয়েছো নরম তুলোর ভেজা বালিশ,
যেখানে প্রাণহীন নদীতে ভালোবাসার উর্বর পলি জমে!
তুমি ভীষণ সদয় 'ব্যর্থতা'
বেদনার সমস্ত বিধান লঙ্ঘন করে পালাতে গিয়ে দেখেছি,
নিরুপায় সম্ভাবনার দুয়ারে কড়াঘাত করলে উপায় এসে খুলে দেয়!
ব্যর্থতা, তুমি পরিশ্রমী চাঁদ-
অভুক্ত জোছনার খিদে মেটাতে আঁধার খুঁজে যাচ্ছো,
কখনো ছাতার চারপাশ বেয়ে ঝরা বৃষ্টিকে রঙিন করছো!
'ব্যর্থতা' আমি তোমার মতো হতে চাই-
সগৌরবে উজ্জ্বল সাজানো-গোছানো
ব্যর্থতা'তোমার জন্যই সম্ভব হবে আমার
এক জীবনের শ্রেষ্ঠ ক্যালেন্ডার টাঙানো!