লাল নীল রং বুঝিনা,রং কিংবা রংহীন দেখি-
সব ছেড়ে দিতে গিয়ে ছাড়ছি আমায়, রং খুঁজে আর কি আঁকি?
যেমন-তেমন অক্ষত আছি, অথচ নিজের মতো নয়-
হেরে বসেও দিব্যি চলি,ব্যার্থতা দিয়ে যাচ্ছে অভয়!
অপূর্ণ চিন্তার চিলেকোঠায়,
মরণ কামড় বসায় না পাওয়ার আর্তনাদ-
জীবনে এতটুকু না পেলে জীবন কি হয়ে যায় বিস্বাদ?
অবশেষে দিন শেষে-
ক্ষীণ আলোয় জানালার কাচে স্পষ্ট অক্ষরে লেখা-
বকেয়া সুখের আশায় কত হাত পাতি
অথচ তালুতেই বক্ররেখা!