আক্রান্ত কিছু অপরাধের আক্রোশ
বিনয়ের সাথে ছড়িয়ে পড়ে,
অনুশোচনার নিরাময় কেন্দ্রে বহুকাল
বিবেকের শুশ্রুষা সংকট!
এক ফালি কালো হৃদয় নিয়ে বাঁচে যে শুন্যতা,
মগজ-অস্থিতে সে বয়ে চলে আপন হওয়ার সস্তা ব্যাধি!

চিরচেনা পুতুলনাচে অভ্যস্ত বিশ্বাস'
মন্থর ট্রেনে অচেনা বগির ভীড়ে,
আগন্তক 'ভুল' হয়ে দৌড়ে ওঠে!
বিদায়ী হুইসেলের আওয়াজে,
অপেক্ষা'রা শোকের ব্যাধিতে নামে শেষ স্টেশনে"
চিৎকার কোরে হন্যে হয়ে খোঁজে হারানো প্রতিশ্রুতি!

হঠাৎ অদেখা কোনো ভোরের শিশিরে
এক জোড়া ভেজা জুতো
দরজায় অপেক্ষা করে এক জোড়া পা'য়ের!
আসেনা কেউ, মোছে না কেউ,পড়ে না কেউ-
আপনত্বের খেয়ালে ক্ষোভহীন অনুযোগ
সফলতার ব্যাধি নিয়ে ঘুরে মরে,
ঠাই হয়না কোত্থাও-
ধুলোর ছাইয়ে উবে যায় আপন অস্তিত্বের পোড়া গন্ধ!