আমার খোঁজে আমি নিশ্চুপ-
বারোমাসি শ্রাবণের হাওয়া কথা বলে,
বিক্ষোভের ইতিহাস;পেয়েছি দুঃসহ শ্বাস-
ভাঙ্গা পৃথিবী এক বুকে ধারণ করে চলে!
আয়নাতে আমাকে দেখছি বোঝাকে,
চলন্ত গাড়িতে দুঃখের ধোঁয়া ওঠে-
স্বপ্ন জ্বলে,বরফ হয়ে গলে-
অগোচরে অঝরে পাতাঝরা ফুল ফোটে!
কাঁদে জীবন, দেখেনা চোখ-
নিভৃতে বুঁজে ক্লান্তিতে শোক,
দাঁড়িয়েছি আমি,দাঁড়ায়নি পা-
গড়ছি দালান, শক্ত হয় না!
নিয়ে ভাসমান স্মৃতি,রোজ কাটে তিথি-
সহস্র সংখ্যা মিলছে শূন্যে-
চিন্তার সাগর ডুবিয়েছে নগর-
ফাঁকা বনে একা বৃক্ষ ছুটেই যায় অরণ্যে!
আমার আছে আমাদের কাছে অনেক ক্ষত-
আছে অনিঃশেষ কষ্টের অমৃত অধ্যায়!
যা ছিঁড়ে ফেলতে চাইলে ব্যর্থ জীবন
অব্যর্থ আশাকে গিলে খাবে সংশয়!
কষ্ট,ব্যাথা- সময়ের ঋণ,এই আছি,এই বিলীন-
শত নিয়মের বেড়াজালে,জীবন সে-তো ব্যকরণহীন!