যার কেউ নেই,
তারও আছে ঘরে ফেরার তাড়া!
আয়োজন হবে না জেনেও—
কাস্তে-রূপী ঈদের চাঁদটা অন্ধকার কাটাবে ভেবে সে ফেরে,
শেষ আশ্রয়ে মায়ের আচল খুঁজে পাবে বলে সে ফেরে,
বাপের কবরে দু'ফোটা চোখের জল ফেলতে সে ফেরে,
না থাক মিষ্টি, সেমাই-রুটি,
না থাক নতুন পোশাকের গন্ধ—
তবু সে ফেরে পুরোনো আমেজে।
জমিয়ে রাখা পাওনা ঈদের ঋণ মেটাতে,
ফিরে তারে আসতে হয় বাধ্য হয়ে!