কাছেই বাড়ি,
ঘাটের নৌকোয় পথ বসে পড়ে পারাপারে-
খোঁজ নিও, আমি এক আকাশ আঁধারি,
তোমার জানালার চোখে শুকতারা হই আষাঢ়ে-!
কেমন মায়া?
তোমাতে সঁপেছি সব ফেলে আমার বদল-
খবর জানো, শিরোনামে লেখা"নিস্তব্ধ ছায়া"
অচেনা রাতে রূপের চাঁদ আমায় করলে কতল-!
এপার-ওপার তোমার-
চিন্তার চিকন সুতোর সেলাইয়ে গেঁথেছি সুখের একশো ব্রত-
মাঝ পথের কাঁটাতার গায়ে আঁটকে আমার
কি ভুলে জীবন পাচ্ছে সব ভুল তোমার মতো-
আমি যে এভাবে তোমার অভাবে অবাধ্য হই,
কল্পনায় নিজেকে মুড়ে দেখি, আমি সত্যি তোমার নই-
আমি তোমার নই-!