সংকল্পের চিরচেনা পথ
সান্ত্বনার ছায়া মাড়িয়ে শপথ,
কে যায়, কে যায় তারে  রুখে দাও ধুলো,
পায়ের ছাপে এঁকে রাখো করুণাগুলো!

নিরুত্তর থেকোনা সময়ের সমতা,
মৃত্যুর আগেভাগে ফুরিয়েছে বুনো কথা,
শত ব্রতী দুঃখ মোচনের সুবাদে
সংগ্রামী হারের বোঝা তুলে দাও দুই কাঁধে-

প্রেম ছেঁড়ে যায়না- বিরহের চিরবাস
ফুলের মায়ায় জন্মে কবরের সবুজ ঘাস
শব্দের বিস্ফোরণ- ফুলগুলো তুলে নাও,
কবিতার পাতায় তার সুগন্ধ রেখে যাও!

প্রতিশ্রুতির প্রতিধ্বনি বাধাগ্রস্ত সীমাহীন-
দ্বারে দ্বারে সংকট,বাড়ছে জীবন ঋণ,
খোলা আকাশে লাফ দিয়ে ছোয়া যায় বৃষ্টি-
একদিন শুন্যতায় আঙ্গুলের লক্ষ্য পায় দৃষ্টি!