হাতে ছোট বৈঠা,
নদীতে পুড়ে যায় রোদ-
দুই তীর থাকে তাকিয়ে,
মাঝে জীবনের প্রতিশোধ!

বহুদিন মনে মনে বেয়ে ওঠে,
চেতনার আকাশ সমান সংগ্রাম-
প্রার্থনার নিরব কান্নায় জোটে,
সান্ত্বনার দুর্মূল্য বকেয়া দাম!

এতদিন অথৈ জলে ভেসে,
দেখেছি অবশেষে,
ভয়ের সামনে ঢেউ-
যেন আমার মতো কেউ!