একা শব্দটিও একা নয়, আছে দুটি অক্ষর-
একা নই আমি,পাথরমগ্ন নয় চেতনা,
তবুও আমার ভীষণ একা হওয়ার উন্মাদনা!
তালুতে ফুল এঁকে দিতে এসে যারা পুরো হাত মুছেছো
তাদেরকে বলে দিলাম-
একা থেকে নিজের দেখা পাবো বলে
আমি ভীষণ একা হলাম-
'আমার কেউ নেই'এই কথাটা বলার মতো আমার কেউ নেই!
শহরের কানে ফিসফিসিয়ে বলছি অজান্তেই,
ঘামের শরীর কখনো একা হয় না ক্লান্ত-!
মানুষ একা হলেই কেবল দুঃখ হয় শান্ত!
বাধ্য আমি একা হতে,জীবনযাপন কঠিন সাধারণ-
মানুষ একা না হলে বাড়তো কিভাবে স্মৃতির ওজন?
একা কবর, তবু কতজন আসে মাটি দিতে।
মানুষ একা না হলে দুচোখ কিভাবে কেঁদে জিতে?