আবার যদি স্বপ্ন ভেঙ্গে যায়,
অস্পৃশ্য তুমি ফিরে তাকিও;
হৃদয়ের উত্তাপে শীতল করবো তোমার নিরব অভিমানি অন্তর!
আবার যদি-
চাঁদের বুকে দুঃখের মশাল জ্বালিয়ে তোমায় দেখতে হয়!
অনন্তকাল নির্বিকার চিত্তে সুনামি তুলে শান্ত থাকতে হয়!
তবে জেনে নিও-
এ বিষাদ অভ্যস্ত মন জুড়ে তোমার একলা রাজত্ব!
আবার যদি-
হারানোর ভয়ে গুমোট আঁধার নামায় অচেনা এক আকাশ!
পারবে কি তোমার দৃষ্টির সীমানায়-
এক কোণে ফেলে রাখতে আমায়?
শূন্য স্মৃতির সাগরের ঊর্মিরা জানে-
কতটা ফেপে উঠে সে ঢেউ;
একে একে বিলীন হয় তোমার হৃদয় উজানে!
আবার যদি-
পদ্মফোটা নীলজলে নিলিমা আঁকে তোমার প্রতিচ্ছবি,
আবার যদি-
ধূসর জগতে তোমার স্পর্শ অনুভব করতো আলোহীন রবি!
তবে নিরুদ্দেশের পথে থেকেও,
তোমাতে আবিষ্ট আমি ফিরতাম বারবার