জোছনা রাতে ঘুমো চোখে শুভ্র চাঁদের মায়ায়
ভেসে এসো মেঘের খেয়ায় আমার পাশের ছায়ায়।।
নিরব রাতে সরব হয়ে গানের সুরে সুরে
কাছে এসো পাশে বসো থেকোনা দূরে দূরে
আমি বেঁচে স্বপ্ন বাঁচায় একটু ছোঁয়ার আশায়।।
গালের টোলে আলতো ছোঁয়ায় মন যে দোলে দোলেে
এমন কালে গান শোনাও সুরেলা বোলে বোলে
পূর্ণিমার চাঁদ মুসকি হাসে দেখে তোমায় আমায়।।
----------
জোছনা রাতে ঘুমো চোখে
রুপালী চাঁদের মায়ায়
ভেসে এসো মেঘের খেয়ায়
আমার পাশের ছায়ায়।।
নিরব রাতে সরব হয়ে
গানের সুরে সুরে
কাছে এসো পাশে বসো
থেকোনা দূরে দূরে
আমি তো বেঁচে স্বপ্ন বাঁচায়
একটু ছোঁয়ার আশায়।।
গালের টোলে আলতো ছোঁয়ায়
মন দোলে দোলে
রাতের আবেশে সুবাস ছড়ায়
নিশী ফুলে ফুলে
পূর্ণিমার চাঁদ হাসে পূর্নতায়
দেখে তোমায় আমায়।।
ঘামে ভেজা নুনতা ডানায়
কামনার আবেগ মাখায়
শুকনো তালপাতার হাতপাখায়
শীতল করতে চাই
চলে এসো নূপুর বাজায়
আমার আনন্দ জলসায়।
নিঝুম রাতে ভেজা জোছনায়
জড়িয়ে আমার গায়
আপন করে নাও গো আমায়
তোমার আপন কোলায়
আমি জাগি আশা জাগায়
আকাশের কোটি তারায়।।
০১-০৭-২০১৮
SCM- Trisha
Labaid