যাকে খুশি আঘাত করো যাকে খুশি মারো
গায়ে শক্তি আছে বলেই যা-তা করতে পারো?।।
হেসে খেলে দলে দলে মারছো লাখো মানুষ
কবে জাগবে মনে বিবেক ফিরবে অচেতনে-হুস
বুঝলেনা!হারাতে চেয়ে নিজেই শুধু হারো।।
চেয়ে দেখোনি রক্তের রং দেখো শুধু চামড়া
হরেক রকম জিনের ফলে তাই আলাদা আমরা।
হানাহানি বাড়াবাড়ি করে কিসের লাভ পাও
আঘাত করো যন্ত্রণা দাও যা ইচ্ছে তাই করে –যাও
তোমার রণের বলি খেলা এখন না হয় ছাড়ো।।
(বাসা,এস এম টাওয়ার,বাস
05-01-2020)