শিশির ভেজা একটি গোলাপ,নিলাম হাতে তুলে
ভালোবাসার আদর মেখে,দিলাম খোঁপার চুলে।।

এলোমেলো বাতাসে আর,উড়েনা কালো কেশ
ঢাকেনা গো দু্ই গালের টোল,লাগে যে দারুণ বেশ
মুখটি তোমার হাসছে যেন,ঐ গুলবাগিচার ফুলে।।

ভালো লেগেছে তাই কোন কিছু ভাবি নাই
ফুল দিয়ে খোঁপায় তোমায় শুধু সাজিয়ে যাই।

ঝড় বাদলে অথৈ জলে, চলো সাথে যদি
জীবন তরী দেবো পাড়ি,হোক না উতাল নদী
খোঁপার বাঁধন খুলেই ওগো,যেওনা আবার ভুলে।।

২৩৫_কলেজ রোড,৫ঃ৩০।
১৩-০৩-২০