শোন যদি আমার কথা
দেবো তোমায় স্বাধীনতা
পাবেই শত প্রেম মমতা
মন ভুলানো উদারতা।।
ইচ্ছে তোমার হাতের মুঠোয়
ভাংগো গড়ো করো দুটোই
শাপে বরে দুহাত ভরে
খুশি মতো আমি জুটোয়
মনে তোমার যা কিছু চায়
উড়িয়ে দাও ইচ্ছে নাটাই
চলবে পথে পা দুলিয়ে
বলবে মুখে বুক ফুলিয়ে
ছায়া পাবে আঁচল তলে
আরো উদার নির্ভরতা ।।
পথে পথে হাত উচিয়ে
স্যালুট দিবে শতজনে,
শুন্যে ভেসে চলবে শুধু
আমার রাজকপালের গুণে
বাঘে সিংহে কেঁপে ভয়ে
দেখবে তোমার দাম্ভিকতা।।
আমিই মাঝি আমিই কাজী
স্রোতকে চালায় অনুকুলে
ইচ্ছে করলেই যাকে তাকে
ফেলতে পারি পদমূলে
চুন থেকে পান খসলেই কাঁদবে
দেখে আমার নির্মমতা ।।
%%##%%
শোন যদি আমার কথা দেবো তোমায় স্বাধীনতা
পাবেই শত প্রেম মমতা মন ভুলানো উদারতা।।
মনে তোমার যা কিছু চায়,উড়িয়ে দাও ইচ্ছে নাটাই
চলার পথে মুক্তস্বাধীন বলতে পারো মুখ লাগামহীন
ছায়া পাবে আঁচল তলে আরো উদার নির্ভরতা।।
পথে পথে হাত উচিয়ে স্যালুট দিবে শতজনে,
শুন্যে ভেসে চলবে শুধু আমার রাজকপালের গুণে
বাঘে সিংহে কেঁপে ভয়ে দেখবে তোমার দাম্ভিকতা।।
আমিই মাঝি আমিই কাজী স্রোতকে চালায় অনুকুলে
ইচ্ছে করলেই যাকে তাকে ফেলতে পারি পদমূলে
চুন থেকে পান খসলেই কাঁদবে দেখে আমার নির্মমতা।।
১৮-০১-২০১৭,
SCM, Labaid.
(১ম দিন)