আজি রাতে চাঁদটা জাগে জাগে আরো প্রিয়ও
প্রিয়র সাথে জেগে থেকে চাঁদ যে দেখি আমিও।।

চাদঁনী রাতে জোছনা মেখে সোনার নুপুর পরি
এঁকেবেঁকে হেলে দুলে ভরত নট্টম করি
নাচের সাথে বেজে উঠে আমার হাতের চুড়িও।।

তমাল বনে জোছনা ছড়ায় মায়াবী এ রাতে
তোমার আমার সময় কাটে নির্জনে এক সাথে
হেসে খেলে নেচে গেয়ে সখা বাজায় বাঁশিও।।

২৮-০৯-২০০০

ছায়ানীড়,শ্রীবরদী,শেরপুর।



আজি রাতে চাঁদটা জাগে জাগে আরো প্রিয়
প্রিয়ার সাথে জেগে থেকে চাঁদ দেখি আমিও।।

চাদঁনী রাতে জোছনা মেখে সোনার নুপুর পরে
একেবেকে হেলে দুলে ভরত নট্টম করে
নাচের সাথে বেজে উঠে আমার হাতের বাঁশিও।।

অপরূপা রূপালী চাঁদ ঝিলের জলে ভাসে
ঢেউয়ের জলে কুমুদ নাচে শাপলা পাশে হাসে।

বনে বনে মাতাল হাওয়া বহে ধীরে ধীরে
ছড়িয়ে দেয় ফুলের সুবাস বধুর নীড়ে নীড়ে
বধুঁ জাগে আমায় ঘিরে সাথে জাগি আমিও।।



    
নৃত্য দেখে দেহের ভাজে জোয়ার ছড়ায় .........।।

নৃত্য দেখে মনে/অঙ্গে আমার দেহের ভাজে
বাজায় বাশের বাশিও
জোছনা ধারায় রূপটি ছড়ায় গভীর রাতের

নেচে নেচে ক্লান্ত দেহে ----
জোছনা ধারায় রূপটি ছড়ায় গভীর রাতের

চাঁদের আলোয় তার   ঝরে ঝরে ---------সুরে ছড়ায় অমিয়।।

বনের মাতাল হাওয়া বহে ধীরে ধীরে
ছড়িয়ে দেয় ফুলের সুবাস বধুর নীড়ে নীড়ে

দের আলোয় তার   ঝরে ঝরে ---------সুরে ছড়ায় অমিয়।।

অপরূপা রূপালী ------চাঁদ ঝিলের জলে ভাসে
ঢেউয়ের জলে কুমুদ নাচে শাপলা পাশে হাসে।

বনে বনে মাতাল হাওয়া বহে ধীরে ধীরে
ছড়িয়ে দেয় ফুলের সুবাস বধুর নীড়ে নীড়ে
বধুঁ------------- জাগে আমায় ঘিরে সাথে জাগি আমিও।।

নেচে নেচে ক্লান্ত দেহে ----
জোছনা ধারায় রূপটি ছড়ায় গভীর রাতের

চাঁদের আলোয় তার   ঝরে ঝরে ---------সুরে ছড়ায় অমিয়।।

প্রিয়,নিও, দিও, অমিয়

২৮-০৯-২০০০
ছায়ানীড়,শ্রীবরদী,শেরপুর।