দেশের গানের গীতিকাবিতা
ছন্দ:স্বরবৃত্ত-৪+৪+৪+২

বাংলাদেশ বাংলাদেশ মাগো আমার সোনার বাংলা
বাংলাদেশের মাঠে মাঠে সোনার ফসল হাসে
খালে বিলে হাঁটু জলে শাপলা শালুক ভাসে।।
--
ফুলে ফুলে ফলে ফলে সুবাস ছড়ায় বনে
ধান কাউনে মাটি ঝলে পিদিম খেলে মনে
ছেলে বেলা মধুর খেলা ফিরে ফিরে আসে।।
---
ছায়া ঢাকা গাছে গাছে পাখ পাখালী ডাকে
সুখে দুখে জীবন জুড়ে কাছে পাই যে মাকে
মায়ের বুকেই মাথা রেখে ঘুমাই বারো মাসে।।

#######


বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশের মাঠে মাঠে সোনার ফসল হাসে
খালে বিলে ঘোলা জলে শাপলা শালুক ভাসে।।

ফুলে ফুলে ফলে ফলে সুবাস ছড়ায় বনে
ধান কাউনে মাটি ঝলে পিদিম খেলে মনে
ছেলে বেলা মধুর খেলা ফিরে ফিরে আসে।

ছায়া ঢাকা গাছে গাছে পাখ পাখালী ডাকে
হাসি খুশি বদনে জড়িয়ে ধরি মাকে
মায়ের বুকে মাথা রেখে ঘুমাই বারো মাসে।।

24-06-2019
ক্রিকেট বিশ্বকাপচলাকালীন।।

(সাকিবময় বিশ্বকাপে অসম্পূর্ণ রেখে
দিলাম দেশের গানের গীতিকাবিতা।
অভিনন্দন সাকিবকে অভিনন্দন
বাংলাদেশ দলকে)