ওগো গীতিকার,দাওনা উপহার,মিষ্টি একটি গান
ওগো সুরকার,দাওনা উপহার,মধুর একটি গান॥

যে ) গানের সুরে ছড়িয়ে থাকে মাটির সুধা গন্ধ
যে ) গানের কথায় মনটা দোলায় কবিতার স্বর ছন্দ
যে ) গানে গানে দাও আনন্দ দাও গো নদীর প্রাণ॥

যে)গানের সুরে ৯ই ফাগুনের থাকবে অমর কথা
বার-ই চৈত্রের গভীর রাতে হানাদারের নির্মমতা
২রা পৌষের বিজয়গাঁথা লাখো শহীদের আত্নদান ॥

########
দেশের গান // গীতিকবিতা
স্বরবৃত্তঃ চতুর্মাত্রিক পূর্ণপর্বের ছন্দ।

ও গীতিকার,দাও উপহার,মিষ্টি একটি গান
ও সুরকার,দাও উপহার,মধুর একটি গান॥

যে)গানের সুরে জড়িয়ে রয় মাটির সুধা গন্ধ
   গানের কথায় মনটা দোলায় কবিতায় স্বর ছন্দ
    গানে গানে দাও আনন্দ দাও গো নদীর প্রাণ॥

(শোষন বিহীন এ জীবনের মুক্তির বিজয়ী গান
লাখো শহীদের আত্নদানের নির্মল সতেজ প্রাণ।)

প্রাণে গানের ৯ফাগুনের বাজবে করুণ সুর
বার-চৈত্রের হানাদারের নির্মম রাত্রী ভোর                
২রা পৌষে শত্রু সব দূর হাসবে আমার জান।

যার বাণীতে অমর যে হয় কামালপুরের কথা
সবুজ জমি রক্তে ভিজে হাসে স্বাধীনতা
চারটা ত্রিশের বিজয়গাঁথা ত্রিশ লাখের আত্নদান ॥

যে)গানের সুরে ভোরের পাখীর থাকবে কল-কাকলী
রাতের আঁধার কেটে দিনে হাসবে শুভ দিপালী
শোষন বিহীন জীবনের কথাবলী মুক্তির আহবান।।

যে) গানে থাকবে মাটি মিশে থাকবে সুধা গন্ধ
যে) গানে থাকবে অমর কবিতার দুত্যি ছড়ানো ছন্দ
যে) গানে থাকবে সুখ আনন্দ,বহমান নদীর প্রাণ॥

মুগ্ধ হবে দোয়েল বুলবুলি গাইবে প্রাণ খুলি
বদ্ধ ঘরে সুরের ধারায় খুলবে দুয়ার গুলি
বাগে হেসে ফুল ও কলি ছড়াবে মধুর ঘ্রাণ ।।

আহবান।।
বিজয়গাঁথা লাখো শহীদের আত্নদান ॥
যে গানে থাকবে নির্মল আনন্দ,বহমান নদীর প্রাণ॥


যে গানে ভোরের পাখীর থাকবে কল-কাকলী
রাতের আধাঁর কেটে হাসবে দিনের শুভ দিপালী
শোষন বিহীন জীবনের কথাবলী মুক্তির আহবান।।

যে গানে থাকবে বাংলা মাটির সুধা গন্ধ
যে গানে থাকবে অমর কবিতার স্বর ছন্দ
যে গানে থাকবে নির্মল আনন্দ,বহমান নদীর প্রাণ॥

(মুগ্ধ হবে টিয়া টুনি গাহিবে প্রাণ খুলি
বাঁধিবে ঘর গাছের পর রাখিবে দুয়ার খুলি
মরা নদী উঠবে ফুলি বহিবে স্রোত বান।।

আধার কেটে আলোর আভায় খুলে যা্বে দুয়ারগুলি
যে সুরে হাসবে বাগে ফুলগুলি ছড়াবে মধুর ঘ্রাণ ।।))
মুগ্ধ হবে টিয়া টুনি দোয়েল  বুলবুলি  -প্রাণখুলি



যে) বার-চৈত্রের গভীর রাতে হানাদারের বার্তা
#########
চলার পথে