যখন তোমার পথের প্রদীপগুলো
একে একে নিভে যাবে-
মনের কোণে চোখের তারাঁয়
আকঁবেনা কোন রঙ্গীন ছবি-
দেখবেনা ফুলের পাপড়ীতে প্রজাপতির
পরাগায়নের তৃপ্তিময় নেচে চলা-
যখন তোমার দু’পাশের বন্ধুত্বের
কোলাহল একেবারে নিস্তব্ধ হবে
সামনে রবে শুধু অপূর্ণ আশার
অথৈ প্রমত্ত উত্তাল সাগর ।
স্মৃতির পাতার রং জীবনের মতোই বিচিত্র
কেউ বসন্তের হলুদ রঙে রাঙিয়ে দেয়
প্রিয়তমার মিস্টি হাসির মুখখানা
কেউ চোখ বুজে শিহরিত হয়
প্রেয়শীর কোমল শরীরে আলতো ছোঁয়ায় ।
পূর্ণিমা রাতে, শুধু দু'জনে ছাদে
কোমল-কঠিন আবেগী হাত হাতে
বিপরীত হৃদয়ের অঙ্গীভূত কল্পনা
দ্রুত নিঃশ্বাস, ফিস ফিস বর্ণনা
যখন এ সবই তোমার শুধুই স্মৃতি,
চোখের সামনে অচেনা পৃথিবী ,
স্বপ্ন এর স্বপ্নেরা আলো আঁধারে
বিলীন অস্তিত্বহীন মৃত প্রজাপতি ,
তখনই তোমার কাছে ফিরবো,
থাকবো হৃদয়ের খু-উ-ব কাছাকাছি,
চোখের পাপড়িতে একেবারে দুরত্বহীন ,
আমার দেহের সমস্ত উত্তাব দিবো ,
দিবো ঈষৎ উঞ্চ নিঃশ্বাস
আরো কোমল পেলব ছোঁয়া।
অতীতের স্মৃতিগুলো সবুজ পাতায়
ফুটিয়ে তুলবো রঙিন বর্ণছটায়
চিত্র শিল্পীর তুলির ছোঁয়ায়,
সূর্যালোর সব রঙ শুষে আলপনায়।
তোমার ঠোঁটে হাসি ফোটাবো
ঝর্ণার সব শব্দ কেড়ে নিয়ে,
হাজারো খুশিতে উদ্বেলিত করবো
বারবার হাজার বার প্রতিদিন
আমার সব সাধ্যের সাধ্য দিয়ে ।।
ইচ্ছেগুলো যতদিন অপূর্ণ রবে
ততোদিনই বেঁচে থাকতে হবে
প্রণয়ের জোরে বাঁধবো বাহুডোরে
কাছাকাছি থাকাটাই আমার অহংকার
শুধুই দেব ভালোবাসা এটাই অঙ্গীকার ॥