ওগো রূপসী -হয়ে প্রেয়সী- দাও তোমার- সে মন
ওগো ষোড়শী - হয়ে পড়শী - পাশে থেকো আ-জীবন ।।
রূপের টানে-দগ্ধ করে-শুদ্ধ করো-আমায়
তোমার কাছে-আসন পেতে-একটু রেখো-ছায়ায়
সাধের ) দহন সয়ে-বিভোল হয়ে- করো মন নি-বেদন।।
তোমার রূপে- মুগ্ধ হয়ে –তোমার মাঝে- হারায়
আপন ভেবে- তোমার বুকে- স্বপন ডালি- সাজায়
হৃদয়ে ) চৈতি রোদে -শুষ্ক মাঠে - তুমি আজ ব-রিষণ।।
====০৯-০৭-২০২০
ওগো রূপসী -হয়ে প্রেয়সী- দাও গো তোমা-র মন
ওগো ষোড়শী -হয়ে পড়শী- পাশে থেকো আ-জীবন ।।
রূপের টানে-দগ্ধ করে-শুদ্ধ করো-আমায়
তোমার কাছে-আসন পেতে-একটু রেখো-ছায়ায়
সাধের) দহন সয়ে-বিভোল হয়ে-ওগো রেখো আ-মরন।।
তোমার রূপে- মুগ্ধ হয়ে –তোমার মাঝে- হারায়
আপন ভেবে- তোমার বুকে- স্বপন ঢালি- সাজায়
হৃদয়ে) চৈতের রোদে -চৌচির মাঠে- তুমি আজো ব-রিষণ।।
___
দিবস শেষে কুমারী নব ছোঁয়ায় স্বপন সাজায়
আমি যে ওগো বিভোল মোহন মায়ায়
ভালোবাসার আসন খোঁজে পায় যে আপন ধন।।
ফুল ফোটে অলি হাসে মধুর আশায়
সারা বেলা থেকো পাশে বধুর মায়ায়
পরীরা যে সাজে আসে সিঁদুর সাজায়
আজীবন মিলেমিশে ওগো রেখো কাছে সারা ক্ষণ।।