দেশের গান // গীতিকবিতা
স্বরবৃত্তঃ চতুর্মাত্রিক পূর্ণপর্বের ছন্দ।
####
ও গীতিকার,দাও উপহার,মিষ্টি একটি গান
ও সুরকার,দাও উপহার,মধুর একটি গান॥
যে) গানের সুরে জড়িয়ে রয় মাটির সুধা গন্ধ
গানের কথায় মনটা দোলায় কবিতায় স্বর ছন্দ
গানে গানে দাও আনন্দ দাও গো নদীর প্রাণ॥
(লাখ শহীদের আত্নদানে ঝরলো সতেজ প্রাণ
শোষণ থেকে মুক্ত হবার যুদ্ধ জয়ের গান।)
প্রাণে গানের ৯ফাগুনের বাজবে করুণ সুর
বার-চৈত্রের হানাদারের নির্মম রাত্রী ভোর
২রা পৌষে শত্রূ সব দূর হাসবে আমার জান।।
###
ও গীতিকার,দাও উপহার,মিষ্টি একটি গান
ও সুরকার,দাও উপহার,মধুর একটি গান॥
যে) গানের সুরে জড়িয়ে রয় মাটির সুধা গন্ধ
গানের কথায় মনটা দোলায় কবিতায় স্বর ছন্দ
গানে গানে দাও আনন্দ দাও গো নদীর প্রাণ॥
(শোষন বিহীন এ জীবনের মুক্তির বিজয়ী গান
লাখো শহীদের আত্নদানের নির্মল সতেজ প্রাণ।)
প্রাণে গানের ৯ফাগুনের বাজবে করুণ সুর
বার-চৈত্রের হানাদারের নির্মম রাত্রী ভোর
২রা পৌষে শত্রু সব দূর হাসবে আমার জান।